প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর মাদাগাস্কারের ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, মাদাগাস্কারের সেনাবাহিনীর এক কর্নেল জাতির উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে ক্ষমতা গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। এর আগে প্রেসিডেন্ট রাজোয়েলিনার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব সংসদে উত্থাপন ও পাস হয়। রাজধানী আন্তানানারিভোতে অনুষ্ঠিত সেই ভোটে ১৩০ সংসদ সদস্য অভিশংসনের পক্ষে মত দেন। ভোটের পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিশংসনের পরপরই সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাজোয়েলিনা বলেন, “এই ভোট সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক।” তিনি দাবি করেন, “জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়েছিল, তবু অবৈধভাবে এই অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।” একই সঙ্গে তিনি সংসদের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। এরই মধ্যে রাজধানীর সামরিক সদর দপ্তর থেকে সেনাবাহিনীর এক কর্নেল ক্ষমতা দখলের ঘোষণা দেন। রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে...