চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'সম্প্রীতি শিক্ষার্থীর জোট' প্যানেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে আচরণবিধি-সংক্রান্ত কমিটি ও নির্বাচন কমিশনের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অভিযুক্ত ও অভিযোগকারী উভয়পক্ষ উপস্থিত ছিল। কমিটির একটি সূত্র জানায়, ছাত্রদলের পক্ষ থেকে মাইক ব্যবহার করে শ্রেণিকক্ষে প্রচারণা চালানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন 'সম্প্রীতি শিক্ষার্থীর জোট' প্যানেলের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের কার্যালয়ে এখন পর্যন্ত আচরণবিধি ভঙ্গের প্রায় ২০টি অভিযোগ জমা পড়েছে। মঙ্গলবারের বৈঠকে এসব অভিযোগ পর্যালোচনা করে বেশ কয়েকজন প্রার্থী ও প্যানেলকে সতর্কও করা হয়। আচরণবিধি কমিটির প্রধান অধ্যাপক আমির মোহাম্মদ নাসরুল্লাহ বলেন, আমরা সবাইকে ডেকে দীর্ঘ সময় ধরে কথা বলেছি। বেশকিছু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।...