খবর টি পড়েছেন :২৪৩‘বৃক্ষরোপণ করি, সমাজকে সবুজায়ন করে গড়ে তুলি’- এই স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে ৫ শতাধিক গাছের চারা রোপণ করেছে আলোকবিন্দু নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ ও ফুলের চারা রোপণ করা হয়।সংগঠনটির উপদেষ্টা হাজী ফরহাদ হোসেনের সহযোগিতায় শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা একযোগে এ কর্মসূচিতে অংশ নেন।বৃক্ষরোপণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ। ওইসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম, কোষাধ্যক্ষ নুর আলম হাসান নয়ন, দপ্তর ও প্রচার সম্পাদক জায়েদ মাহমুদ রিজন, ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ, সদস্য আকাশ ও আশিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।সংগঠনটির নেতৃবৃন্দ জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ‘আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন’ ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে। ‘বৃক্ষরোপণ...