নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইপিও অনুমোদন প্রক্রিয়ায় নতুন যুগের সূচনা করেছে। দীর্ঘদিন ধরে কার্যকর থাকা ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস ২০১৫’ বাতিল করে কমিশন অনুমোদন দিয়েছে নতুন ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিস) রুলস ২০২৫’-এর খসড়া। মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত বিএসইসি’র ৯৭৭তম কমিশন সভায় এই গুরুত্বপূর্ণ নীতিমালার অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা শেষে বিএসইসি পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশ বিবেচনায় নিয়েই এই নীতিমালার খসড়া প্রণয়ন ও অনুমোদন দেওয়া হয়েছে। এখন এটি জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হবে। নতুন খসড়া নিয়ম...