গুমের শিকার পরিবারের সদস্যরা অবিলম্বে তাদের স্বজনদের ফেরতের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যথায় জড়িতদের বিচার দাবি করেন তারা।মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মায়ের ডাক আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে তারা এই দাবি জানান। গুমের শিকার ব্যক্তিদের সন্ধান ও ন্যায়বিচারের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম বলেন, গুমের শিকার পরিবারগুলোর আওয়াজ আন্তর্জাতিক মহলে পৌঁছাচ্ছে, কিন্তু দেশের সরকারের কাছে যাচ্ছে না। সরকারে এখনো অপশক্তি রয়ে গেছে। সব তথ্য জানাতে এখনো বাধা দেওয়া হচ্ছে। গুম কমিশন ও ট্রাইব্যুনাল গঠন করা হলেও তারা মাত্র দুটি অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে। তাই আজও আমাদের রাস্তায় দাঁড়িয়ে বিচারের দাবি জানাতে হচ্ছে।গুমের শিকার কাজী ফরহাদের স্বজন আমানুল হক আমান বলেন, স্বাধীন হওয়ার পরও আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। কমিশন শুধু...