বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপি প্রস্তুত। সেই নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার গঠন করবে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় আলতাফ হোসেন চৌধুরী এসব কথা বলেন। আলতাফ হোসেন চৌধুরী বলেন, ভারতের তাঁবেদার আওয়ামী লীগ আমাদের দাবিয়ে রেখেছিল প্রায় ১৬ বছর। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। আগামীতে আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ব। অন্তর্বর্তী সরকার যে ঘোষণা দিয়েছে, সেই অনুযায়ী নির্বাচন হবে। সরকারকে নির্বাচনের ব্যবস্থা করতে আন্তরিকভাবে কাজ করতে হবে। এতে বিএনপি সব ধরনের সহযোগিতা করবে। মতবিনিয়ম সভায় বিশেষ...