এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংয়ের বিপক্ষে পিছিয়ে পড়া বাংলাদেশকে সমতায় ফিরিয়েছেন ফরোয়ার্ড রাকিব হোসেন। তার গোলেই দল ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে, কিন্তু ম্যাচটি জিততে না পারার আক্ষেপে পুড়ছেন তিনি।ম্যাচ শেষে হংকংয়ের উন্নত স্টেডিয়াম ও সুযোগ-সুবিধা দেখে সেই আক্ষেপ যেন আরও বেড়েছে। তার মতে, দেশে এমন আধুনিক মাঠ থাকলে আন্তর্জাতিক মঞ্চে আরও ভালো ফল উপহার দেওয়া সম্ভব। এশিয়ান কাপ বাছাইয়ে এটি রাকিবের দ্বিতীয় গোল। তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয়কেই বড় করে দেখছেন তিনি। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাকিব বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে গোল করতে পেরেছি। শেষ ১৫ দিন আমরা অনেক কষ্ট করেছি, এটা তারই ফল। আমরা ম্যাচটা অনেক ভালো খেলেছি। প্রতিটা খেলোয়াড় অনেক পরিশ্রম করেছে, যার কারণে ম্যাচটা ড্র করতে পেরেছি। তবে আমরা আজকের...