রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণার সময় শেষ হয়েছে মঙ্গলবার। শেষ দিনে ক্যাম্পাসে প্রার্থীদের ব্যাপক প্রচারণা দেখা গেছে। এদিকে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ক্যাম্পাসে মাইকিং করে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা জানাচ্ছে প্রশাসন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘পক্ষপাতমূলক’ আচরণের অভিযোগ এনে চারটি হলের প্রজেকশন সভা (পরিচিতি) সভা স্থগিত করেছে ছাত্রশিবির মনোনিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। নির্বাচন কমিশন বলছে, তাদের সব প্রস্তুতি শেষ। শেষ সময়ে শুধু বুথ বসানোর কাজ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৩ বছর পরে ১৯৫৬-৫৭ মেয়াদে প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয়। প্রতিষ্ঠার পরে পাকিস্তান আমলের ১৪ বছরে নির্বাচন হয়েছে ১০ বার এবং স্বাধীনতার ৫৪ বছরে নির্বাচন হয়েছে ৬ বার। প্রথম দুই মেয়াদে ‘রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন(রাসু)’ নামে নির্বাচন...