জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এতে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কিত কোনও সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়নি। ১৭ অক্টোবর সই অনুষ্ঠানের পর কমিশন আলাদাভাবে সেই প্রস্তাবগুলো সরকারের কাছে জমা দেবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) কমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ১১ সেপ্টেম্বর পাঠানো খসড়াটি এবার চূড়ান্ত আকারে পাঠানো হয়েছে। এতে মূল বিষয়বস্তুর কোনও পরিবর্তন করা হয়নি। তবে কিছু ভাষাগত সংশোধন করা হয়েছে। চূড়ান্ত ভাষ্যে যা আছে— গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রকাশিত জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরা নিম্নস্বাক্ষরকারীরা এই মর্মে অঙ্গীকার ও ঘোষণা করছি যে— ১. জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাজারও মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন...