আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রয়োগকারী সংস্থার মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ট্রাইব্যুনালে অভিযুক্ত ২৮ জনকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। এখনো যেসব গুমের শিকার ব্যক্তির খোঁজ মেলেনি, তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার জন্য গুম কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) হাইকোর্ট ভবনের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার বিচার দাবিতে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা ওই দাবি জানান। মানববন্ধনের আয়োজন করে গুমের শিকার ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠন ‘মায়ের ডাক’। মানববন্ধনে বক্তৃতা করেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মালেক,গুমেরশিকার খালেদ হোসেনের স্ত্রী সৈয়দা শারমিন সুলতানা, ছাত্রদল নেতা সেলিম রেজা পিন্টুর বোন রেহানা পারুল, মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি প্রমুখ। আবদুল মালেক বলেন, বাংলাদেশে গত ১৫ বছর কোনো...