দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ। ছবি: সিএ প্রেস উইং ইতালির রাজধানী রোমের এক হোটেলে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতি দেন। ছবি: সিএ প্রেস উইং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইতালির রোমে সাক্ষাৎ করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক কু ডংইউ। ছবি: পিআইডি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক কু ডংইউর সঙ্গে সাক্ষাৎকালে তার লেখা বই উপহার দেন। ছবি: পিআইডি...