অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শুরু হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর বিরতির পর আয়োজিত এই নির্বাচনে ভিপি ও জিএস পদে লড়ছেন মোট ৩১ জন প্রার্থী। প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসজুড়ে। নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে ফিরেছে প্রাণচাঞ্চল্য, আর প্রার্থীরা ব্যস্ত সময় পার করেছেন প্রচারণা ও কৌশল নির্ধারণে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া অন্যান্য পদের মধ্যে ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে আটজন, সহকারী ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে ছয়জন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে ১০ জন, সহকারী সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে ৯ জন, মহিলাবিষয়ক সম্পাদক পদে ছয়জন,...