মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ মিছিলটি আটকে দেয়। এর পর থেকেই শিক্ষক ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আমরা অবস্থান চালিয়ে যাব। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণিকক্ষে যাবেন না। সারাদেশে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।” তিনি আরও বলেন, “সরকারি গোয়েন্দা সংস্থা ও প্রশাসন আজ আমাদের বারবার কর্মসূচি বন্ধ করতে বলেছে, নানা প্রস্তাবও দিয়েছে। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি—দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছু হটার প্রশ্নই আসে না।” দেলাওয়ার আজিজী সরকারের শিক্ষা উপদেষ্টার কঠোর সমালোচনা করে বলেন, “এই উপদেষ্টার সময় শিক্ষকদের পিটিয়েছে, রক্তাক্ত করেছে, থানায় টেনেছে। তিনি একটি কথাও বলেননি। আমরা তার সঙ্গে কোনো আলোচনা করব না।” তিনি বলেন, “শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে লিখিতভাবে...