১৪ অক্টোবর ২০২৫, ০৮:০২ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:০২ পিএম বাদুড় আর দাঁতওয়ালা তিমি—বাহ্যিক তফাৎ আকাশ আর পাতাল হলেও দুজনেরই আছে ‘ইকোলোকেশন’ তথা প্রতিধ্বনির মাধ্যমে পথ বোঝার বিশেষ ক্ষমতা। এই সাদৃশ্যের রহস্য ভেদ করেছেন চীনা গবেষকরা। আর এ কাজে তারা ব্যবহার করেছেন এআই নির্ভর প্রোটিনের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। চীনের একাডেমি অব সায়েন্সেস-এর প্রাণীবিজ্ঞান ইনস্টিটিউটের গবেষকরা ‘এসিইপি’ নামের কম্পিউটেশনাল বিশ্লেষণ পদ্ধতি তৈরি করেছেন। এর নেতৃত্বে ছিলেন ড. চৌ চ্যংথিং। এই পদ্ধতিতে তারা এমন এক প্রোটিন ভাষা-মডেল ব্যবহার করেছেন যা অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সের ভেতরে লুকিয়ে থাকা কার্যকর বিন্যাস বুঝতে পারে। বিদেশি সব ভাষার মতো যেন প্রোটিনের ভাষাটাও শিখে ফেলেছে চীনা এআই। বিজ্ঞানীরা বলছেন, কনভারজেন্ট বিবর্তন অর্থাৎ ভিন্ন প্রজাতির প্রাণীরা যখন আলাদা পথে গিয়েও একই বৈশিষ্ট্য অর্জন করে—সেটার রহস্যের কেন্দ্রে আছে...