গাজা যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়া মিসরের শান্তি সম্মেলনের আড়ালে তৈরি হলো এক রসিকতাপূর্ণ মুহূর্ত। সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ধূমপান ছাড়তে অনুরোধ করেন। আর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সেটিকে ‘অসম্ভব’ বলে হেসে উড়িয়ে দিলেন। ইতালির দৈনিক ইল ফোলিও ও অপর সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, এরদোয়ান মেলোনিকে উদ্দেশ করে বলেন, আপনি দারুণ দেখাচ্ছেন, কিন্তু আমি আপনাকে ধূমপান ছাড়তে বাধ্য করবো। ওই সময় পাশে দাঁড়িয়ে ছিলেন ম্যাক্রোঁ। তিনি সঙ্গে সঙ্গে হেসে বলেন, ‘অসম্ভব!’ তখন মেলোনিও হাসতে হাসতে বলেন, আমি জানি, জানি… তবে ধূমপান ছাড়লে হয়তো কম মিশুক হয়ে যাবো। আমি কারও ক্ষতি করতে চাই না। এক সাক্ষাৎকারভিত্তিক বইয়ে মেলোনি স্বীকার করেছিলেন যে টানা ১৩ বছর ধূমপান থেকে বিরত থাকার পর তিনি আবার তা শুরু করেছেন। তবে...