প্রশ্ন:মানতের গোশত খাওয়ার বিধান কী? অসুস্থ অবস্থায় মানত করেছিলাম সুস্থ হলে ছাগল জবাই করে খাওয়াব। সুস্থ হওয়ার পর মানত আদায়ের উদ্দেশ্যে ছাগল জবাই করে এলাকার দরিদ্র লোকদের দাওয়াত দেই। তাদের সঙ্গে বসে আমি ও আমার কিছু ধনী মেহমানও মানতের ওই পশুর গোশত খাই। পরে খটকা লাগে মানতের গোশত আমাদের খাওয়া জায়েজ হয়েছে কি না? জায়েজ না হয়ে থাকলে এখন করণীয় কী? উত্তর:মানতের পশুর গোশত পুরোটাই দরিদ্রদের হক, পুরোটাই দরিদ্রদের মধ্যে দান করে দিতে হয়। মানতের গোশত মানতকারী নিজে খেতে পারে না, ধনী লোকদেরও খাওয়াতে পারে না। তাই মানতের গোশত আপনার খাওয়া জায়েজ হয়নি, আপনার ধনী মেহমানদের খাওয়ানোও জায়েজ হয়নি। এখন আপনার করণীয় হল, যে পরিমাণ গোশত আপনি ও আপনার ধনী মেহমানরা খেয়েছেন এর মূল্য দরিদ্রদের মধ্যে সদকা করে দেবেন। ইসলামের...