আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ জেলা ঠাকুরগাঁও-১ আসনে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনদিনব্যাপী এ কার্যক্রমের প্রথম দিনে তিনি ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর ও রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বর্ধিত সভায় অংশ নেন। সভায় বিএনপি মহাসচিব বলেন, “গণতন্ত্র ফিরে পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ হারালে ফ্যাসিস্ট শক্তির ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে।” তিনি আরও বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে। মির্জা ফখরুল সতর্ক করে বলেন, “এই উত্তরণের সুযোগ আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজে লাগাতে হবে। রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে যেন আমরা আবার ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি।” ভোটের আগে বিভিন্ন দল যেসব দাবিতে আন্দোলন করছে, তাদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “যে...