এছাড়া, গত কয়েক বছরে বঙ্গবাজার, নিউমার্কেটসহ কয়েকটি এলাকায় বড় অগ্নি দুর্ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনার পর নড়েচড়ে বসে সরকার। আশ্বাস দেওয়া হয়, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। কিন্তু কোনো কিছুই বদলায় না। ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন, ‘পুরানো ঢাকায় ব্যবসা কিন্তু ওই কেন্দ্রীভূত ছিল, এরপর এটি এখন ছড়িয়ে গেছে। কোনো নজরদারি তো নেই, সেখানে কেউ দেখভালও করছে না। কেমিক্যাল প্রোডাক্ট রাখার জন্য ট্রেড লাইসেন্স দেওয়ার কথা, সেখানে কিভাবে এগুলো রাখছে? এগুলো অবৈধভাবে রাখা হচ্ছে। এগুলো কঠোরভাবে প্রতিরোধ করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে।’ এসব ঘটনায় অনুমোদনহীন ভবন, নকশার ত্রুটি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকাকে দায়ী করা হয়। নগরীতে ঝুঁকিপূর্ণ বহুতল ভবনের তালিকাও করে রাজউক। কিন্তু কেন তা প্রকাশ হয় না বা ব্যবস্থা নেওয়া হয়...