রাজধানীর সদরঘাটে রাতের বেলা দেখা মিলে ভিন্ন এক চিত্র। সন্ধ্যা ফেরিয়ে একটু রাত হলেই দেখা যায় ৪ নং পন্টুনের গেটের পাশের খালি জায়গায় ১৫০/২০০ মানুষ প্লেট হাতে সারিবদ্ধ ভাবে বসে আছে। একবুক আশা নিয়ে বসে থাকে কখন গাড়ি থেকে খাওয়ার নামবে আর তারা পেটপুরে একবেলা খেতে পারবে। সবার একদৃষ্টি চাহনি খাওয়ারের গাড়ির দিকে। এমনদৃশ্য সদরঘাটের নিত্যদিনের ঘটনা। সদরঘাটসহ রাজধানীর ছিন্নমূল, অসহায় এবং উদ্বাস্তু মানুষদের রাতের খাওয়ারের ব্যবস্থা করে ভালো কাজের হোটেল। সদরঘাটের ছোটো ছোটা বাচ্চা শিশুরা, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ঘাটের কুলি সহ বিভিন্ন পেশার মানুষের শেষ ভরসা এই ভালো কাজের হোটেল। যারা ঠিক মতো খেতে পারেনা, রাতের বেলা তাদের জন্য আশার আলো এই হোটেল। বিভিন্ন পেশার মানুষজন এখানে খেতে আসে রাতের একবেলা খাওয়ার খরচ বাঁচানোর জন্য। কর্মরত ভলিন্টিয়ারদের থেকে জানা যায়,...