বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলখানায় স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হলে তা ধরা পড়তো, তাই তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়নি। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারে জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মতিউর রহমান দিপুর সঞ্চালনায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন আলতাফ হোসেন চৌধুরী। এ সময় তিনি আরও বলেন, তফসিল ঘোষণা হলেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন। সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ...