ইনডিপেনডেন্ট ডেস্ক: গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ১৫৪ জন ফিলিস্তিনিকে জোরপূর্বক নির্বাসনে পাঠিয়েছে ইসরায়েল। তাদের পরিবার জানিয়েছে, মুক্তির আনন্দের মাঝেই এই খবর জানার পর তারা হতবাক হয়ে পড়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের পরিবারগুলো প্রিয়জনের বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন। কিন্তু মুক্তির পরপরই ইসরায়েল কর্তৃপক্ষ তাদেরকে নিজ দেশ থেকে বের করে বিদেশে পাঠানোর নির্দেশ দেয়। পরিবার ও মানবাধিকার সংস্থাগুলো একে ‘অমানবিক ও অবৈধ পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছে। তারা বলছে, এটি বন্দী বিনিময় চুক্তির চেতনার পরিপন্থী...