একদিকে দেশের অর্থনৈতিক চাপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে চলেছে। অন্যদিকে সোনার দাম মানুষের কাছে দুঃস্বপ্নের মতো হয়ে যাচ্ছে। আগে যেখানে বিয়ের মৌসুম মানেই ছিল গয়নার দোকানে ভিড়, এখন সেখানে দেখা যায় হতাশ মুখ। মা-বাবা সন্তানের বিয়েতে সোনার গয়না না দিতে পারার কষ্ট বুক ভরা দীর্ঘশ্বাসে চেপে রাখেন।গত পাঁচ বছরে সোনার দাম বেড়েছে প্রায় ৬৫ শতাংশ, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বৈশ্বিক অস্থিরতা, ডলার সংকট এবং আমদানীকৃত পণ্যের ওপর নির্ভরতা সোনার দামের এই ঊর্ধ্বগতির মূল কারণ। দক্ষিণ এশিয়ায় গয়না ক্রয়ের হার কমে গেছে। আগে যেখানে বিয়ের মৌসুমে গয়নার দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকত, এখন আর সেটা দেখা যায় না।বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ এবং অর্থনৈতিক মন্দার...