মাগুরা: বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে মাগুরা সদর উপজেলার ইছাখাদা ও আলমখালী এলাকায় তিনি এ লিফলেট বিতরণ করেন।এসময় তিনি জনগণের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। মনোয়ার হোসেন খান বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের যে ৩১ দফা ঘোষণা করেছিলেন, সেই দফাগুলোর মূল লক্ষ্য একটি...