জিততেই হবে এমন সমীকরণ মাথায় নিয়ে এশিয়ান কাপের বাছাইপর্বের ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। কিন্তু এই ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ মুহূর্তে রাকিবের গোলে ভর করে কোনো রকম ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এতে এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে হামজা-জামালদের। মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। হংকংয়ের হয়ে একমাত্র গোলটি করেন ম্যাথিউ ওর। আর শেষ দিকে বাংলাদেশকে সমতায় ফেরান রাকিব। এদিন শুরুতে দুই দলই নিজেদের রক্ষণভাবে বেশি মনোযোগ দিয়েছিল। ফলে প্রথম ১০ মিনিটে বল দখলে স্বাগতিক হংকং ৫৪ শতাংশ এবং বাংলাদেশের ৪৬ শতাংশ। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপর চাপ বাড়ায় স্বাগিতকরা। প্রায় একই ধাঁচের ফুটবল খেলছে। তবে এখনও পর্যন্ত আক্রমণে তেমন কোনো বিপজ্জনক সুযোগ তৈরি করতে...