বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার কয়েকদিন পর ভেনেজুয়েলা অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এক বিবৃতিতে, ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, এই বন্ধ তাদের বৈদেশিক পরিষেবার পুনর্গঠনের অংশ। বিবৃতিতে মাচাদোর পুরস্কার সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। সরকার আরও জানিয়েছে, কারাকাস অস্ট্রেলিয়ায় তাদের দূতাবাসও বন্ধ করে দিয়েছে। তবে একইসঙ্গে তারা জিম্বাবুয়ে ও বুরকিনা ফাসোতে নতুন ‘কূটনৈতিক ফাঁড়ি’ খুলেছে। ভেনেজুয়েলা এই দেশগুলোকে ‘আধিপত্যবাদী চাপের’ বিরুদ্ধে লড়াইয়ে কৌশলগত অংশীদার বলে মনে করে। এদিকে, নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার নিশ্চিত করেছে যে, ভেনেজুয়েলা কোনো কারণ না দেখিয়েই অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিসিলি রোয়াং এএফপিকে এক ইমেইলে বলেন, ‘এটি দুঃখজনক। বেশ ক’টি বিষয়ে আমাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও, নরওয়ে ভেনেজুয়েলার সঙ্গে সংলাপ...