গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস যোদ্ধারা সেখানে আবারও শক্ত অবস্থানে ফিরেছে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে সহযোগিতার অভিযোগে প্রকাশ্যেই অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করছে তারা। সোমবার দিনশেষে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় হামাস ৭ জনকে একদল লোকের মধ্যে টেনে নিয়ে এসে তাদেরকে হাঁটুমোড়া করে বসিয়ে পেছন থেকে গুলি করে। ভিডিও’র সত্যতা নিশ্চিত করেছে হামাস। গাজার অধিবাসীরা বলেছে, মঙ্গলবার তারা হামাস যোদ্ধাদের সংখ্যা বাড়তে দেখেছে। ত্রাণ সরবরাহের জন্য প্রয়োজনীয় রুট বরাবরও তারা অবস্থান নিয়েছে। ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, সম্প্রতি কয়েক দিনে হামাস যোদ্ধা ও প্রতিদ্বন্দ্বী সশস্ত্র দলের লড়াইয়ে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এর আওতায় গাজার বিভিন্ন এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার হলেও পূর্ব গাজা সিটিতে মানুষজন ধ্বংসস্তুপে বাড়িঘরের...