আগামী জাতীয় নির্বাচনের আগে পিআর পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। অন্যথায় এই দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হামিদুর রহমান আজাদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রতিবারের নির্বাচনের পরই প্রশ্ন থেকে যায়, জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হয় না। বর্তমান সংখ্যাগরিষ্ঠভিত্তিক নির্বাচনী ব্যবস্থা জনগণের একটি বৃহৎ অংশকে প্রতিনিধিত্বহীন করে রেখেছে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ পিআর পদ্ধতি গ্রহণ করা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মানববন্ধনের আয়োজন করে চট্টগ্রাম মহানগরী জামায়াত। হামিদুর রহমান আজাদ বলেন, আমরা পরিষ্কার বলতে চাই, দেশের জনগণ আর এই বৈষম্যমূলক নির্বাচন পদ্ধতি মেনে নেবে না। পিআর...