এশিয়া কাপের ম্যাচ লাইভ স্ট্রিমিংয়ে এক ‘ঐতিহাসিক মাইলফলক’ অর্জনের দাবি করেছে দেশের ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘টফি’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কোম্পানি বলেছে, “এশিয়া কাপের ম্যাচগুলো টফিতে দেখা হয়েছে মোট ৩ কোটি ৮০ লাখ বার, যা দেশের ক্রীড়ামোদীদের কাছে সর্বাধিক জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে টফির অবস্থানকে আরো সুদৃঢ় করেছে।” বহুল আকাঙ্ক্ষিত ভারত বনাম বাংলাদেশ ম্যাচে দর্শকসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং ওই ম্যাচে সর্বোচ্চ ৩৩ লাখ ভিউ রেকর্ড করা হয়। এটাই এখন পর্যন্ত টফিতে সরাসরি সম্প্রচারিত যে কোনো খেলার সর্বোচ্চ দর্শকসংখ্যা। বাংলালিংকের প্রধান ডিজিটাল কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, “এশিয়া কাপ লাইভ স্ট্রিমিংয়ে আমরা যে অভাবনীয় সাড়া পেয়েছি, তা প্রমাণ করে যে টফি বাংলাদেশের ডিজিটাল বিনোদন ব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। এক ম্যাচে ৩৩ লাখ...