১৪ অক্টোবর ২০২৫, ০৮:১১ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ পিএম প্রথমার্ধে পেনাল্টি গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে করল দুর্দান্ত লড়াই। কিন্তু মিলছিল না জালের দেখা। শেষ দিকে রাকিব হোসেনের গোলে হার এড়ালেও হংকং চায়নার বিপক্ষে কাঙিক্ষত জয় অধরাই থেকে গেল। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচে মঙ্গলবার স্বাগতিক হংকংয়ের বিপক্ষে ১-১ ড্র করেছে বাংলাদেশ। বাছাই পর্ব পেরুনোর সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় ভীষণ প্রয়োজন ছিল বাংলাদেশের, কিন্তু শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে কিছুটা আশার সঞ্চার করলেও পূর্ণতা দিতে পারল না দল। দুই দলের প্রথম লেগে গত বৃহস্পতিবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে নাটকীয় ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে ৪-৩ ব্যবধানে হারে যায় বাংলাদেশ। আসরে ৪ ম্যাচে এখনও জয়হীন বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে তারা আছে তলানীতে।...