হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ায় উদ্যাপন করতে গিয়ে থাইল্যান্ডে মাদক পার্টি থেকে চার ইসরাইলি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে কোহ ফাংগান দ্বীপের একটি বিলাসবহুল ভিলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে থ্যাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট। পুলিশ জানায়, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে বান সি থানু এলাকার ওই ভিলায় শব্দদূষণের অভিযোগে অভিযান চালানো হয়। সেখানে চার ইসরাইলিকে বসে থাকতে দেখা যায়, যাদের বয়স ২৬ থেকে ২৭ বছরের মধ্যে। তাদের আসনের নিচ থেকে ০.৫৯ গ্রাম কোকেন ও ১.৩৭ গ্রাম এক্সটেসি পাউডার উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা জানায়, তারা ইসরাইলি সেনা সদস্য এবং গাজা যুদ্ধের অবসান উপলক্ষে ছুটিতে এসে প্রায় ১০-১৫ জন সহকর্মীদের সঙ্গে পার্টি করছিলেন। অভিযোগ পাওয়ার পর বাকিরা...