মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সকলের ক্ষেত্রে আইনের সমান প্রয়োগ নিশ্চিতের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে ট্রাইবুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনানিবাসে ‘বিশেষ কারাগারে’ রাখার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১৪ অক্টোবর) টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামের সই করা বিবৃতিতে এসব কথা বলা হয়। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ঠিক কোন বিবেচনায় ও যুক্তিতে অন্যান্য অভিযুক্তদের থেকে পৃথক ব্যবস্থাপনায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ ব্যাপারে সরকারের ব্যাখ্যাই বা কী? এমন প্রশ্ন রেখে বিবৃতিতে বলা হয়, ‘আইনের দৃষ্টিতে সকলেই সমান- ন্যায়বিচারের এই মৌলিক ভিত্তিকে বিবেচনায় নিয়ে অনতিবিলম্বে এ বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানায় টিআইবি।’ পতিত কর্তৃত্ববাদী শাসনামলে সংঘটিত গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনানিবাসে সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত সাংবিধানিক অঙ্গীকার ও আইনের...