রাজধানীর মিরপুরে রূপনগরের যে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে, তা বিজিএমইএ-এর সদস্য নয় বলে তৈরি পোশাক উদ্যোক্তাদের এ সংগঠন জানিয়েছে। মঙ্গলবার বিজিএমইএ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মিরপুরের শিয়ালবাড়িতে যে কারখানায় আগুন লেগেছে, তা বিজিএমইএ এর সদস্যভুক্ত কোন পোশাক শিল্প প্রতিষ্ঠান নয়। এটি একটি ওয়াশিং কারখানা। এদিন বেলা পৌনে ১২টার দিকে ওই কারখানা ও গুদামে আগুন লাগার পর ফায়ার সার্ভিস সেখানে কাজ শুরু করে। সন্ধ্যা পর্যন্ত পোশাক কারখানা থেকে ১৬ জনের পোড়া লাশ উদ্ধারের কথা জানানো হয়।...