দুর্দান্ত ইনিংস খেলার পরও আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরলেন ইবরাহিম জাদরান। ৯৫ রানে রান আউট হয়ে ফেরেন তিনি। ওপেন করতে নেমে দলীয় ১৮৬ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন ইবরাহিম। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ৯৫ রানে আউট হয়ে সেঞ্চুরি মিস করেছিলেন ইবরাহিম। আজ সিরিজের শেষ ওয়ানডেতেও সেই একই স্কোরে আটকে গেলেন আফগান এই ওপেনার। তাকে সেঞ্চুরি বঞ্চিত করেন পেস বোলার নাহিদ রানা। তার সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙ্গে গেলে রান আউট হয়ে ফেরেন ইবরাহিম। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফাগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৯৯ রানের ওপেনিং জুটি গড়েন ইবরাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। ৪৪ বলে ৫টি চার আর এক ছক্কায় ৪২ রান করে ফেরেন গুরবাজ। দ্বিতীয় উইকেটে সাদিকুল্লাহ অটলকে সঙ্গে নিয়ে...