নাজমুল আরও বলেন, ‘আমরা পাশের টিনশেডের ওপর পড়ি। চারতলায় আমরা সাতজন লোক ছিলাম আমরা বের হতে পেরেছি। তিনতলা লোক বের হতে পেরেছে কি-না আমি বলতে পারি না। এখন পর্যন্ত কোনও খবর জানি না।’ অন্য তলায় কতজন করে মানুষ ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতি ফ্লোরে আনুমানিক ১৫ থেকে ২০ জন করে ছিল। এই বিল্ডিংটা ছিল পাঁচ তলা। পাঁচ তলার লোক সব বের হয়েছে। আর তিন তলা থেকে দুইজন বের হয়েছে বলে তথ্য পেয়েছি। আর দোতালায় ছিল একটা প্রিন্ট ফ্যাক্টরি, সেটার ছুটি ছিল। সেখানে ছয়জন লোক ছিল বলে শুনেছি। তারাও বের হয়ে...