ইতোমধ্যে ওই আগুনে ১৬ জনের মৃত্যুর খবর দিয়েছে ফায়ার সার্ভিস; যাদের সবার লাশ পোশাক কারখানাটির দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় প্রথম দফায় নয়জনের এবং সন্ধ্যা ৭টার পর মৃতের সংখ্যা বেড়ে ১৬ জন হওয়ার তথ্য দেওয়া হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। নিহতদের নাম পরিচয় এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ। তাদের চেনার উপায় নেই বলে জানানো হয়েছে। এদিকে পুলিশের পক্ষ থেকে এখনও নিখোঁজ ব্যক্তিদের কোনো তথ্য দেওয়া হয়নি। দুপুরে লাগা আগুন বিকালেও নিয়ন্ত্রণে না এলে এবং মৃত্যুর খবর আসতে থাকলে সেখানে ভিড় বাড়তে থাকে স্বজনদের। ভাইয়ের ছেলে রবিনের ছবি হাতে ঘটনাস্থলের এদিক সেদিক যাচ্ছেন নাসিমা আক্তার। তিনি বলেন, এখানে জিএম ফ্যাশন নামে একটি কারখানায় কাটিং মাস্টার হিসেবে কাজ করছিলেন রবিন। তার কর্মক্ষেত্র ছিল পুড়ে...