ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেছেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষা ও ইসলামি মূল্যবোধের উপরে যে ধারাবাহিক আক্রমণ করেছে তা প্রতিহত করতে তা’মীরুল মিল্লাতের ছাত্র-শিক্ষকদের ভূমিকা ছিল অত্যধিক। তারা জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে ছিল।রাজধানীর (১৪ অক্টোবর) যাত্রাবাড়ীর মিরহাজীরবাগে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ১ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জুলাই আন্দোলনে এই মাদ্রাসার পাঁচটি তাজা প্রাণ শহীদ হয়ে মানবিক দেশ গড়ার আমরা সাক্ষী হয়ে আছি। আগামীর নতুন বাংলাদেশ গড়ায় মিল্লাতিয়ানদের নব উদ্যোগে নিজেদের সামগ্রিক চ্যালেঞ্জের মোকাবিলায় যুদ্ধ করে টিকে থাকতে হবে ইনশাআল্লাহ।মাদ্রাসার ছাত্র সংসদের অঙ্গ সংগঠন মিল্লাত ডিবেটিং ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে দেশের খ্যাতিমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিতার্কিকদের পদচারণায় মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। তিন...