১৪ অক্টোবর ২০২৫, ০৮:০৬ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:০৬ পিএম ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বাজারের দোকানে দোকানে এবং হাটে বিএনপি নেতা কর্মীরা তারেক জিয়ার রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে নিয়ে লিফলেট বিতরণ করেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। বক্তারা বলেন, জনগণই রাষ্ট্রের মালিক, এই বিশ্বাস থেকেই আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখা প্রণয়ন করেছেন। সেখানে কৃষকদের উন্নয়নের ব্যাপারে সুস্পষ্টভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে কৃষকের উৎপাদিত পণ্যের যৌক্তিক মূল্য নিশ্চিত করা হবে। উৎপাদিত কৃষিপণ্যের বিপরীতে বীমা সুবিধা চালু করা হবে। প্রয়োজনে কৃষিপণ্যের এ বীমার প্রিমিয়ামের অর্ধেক রাষ্ট্র বহন করবে। জনগণের গণতান্ত্রিক...