এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। সেই লক্ষ্যে খেলতে নেমে উল্টো প্রথমার্ধেই গোল হজম করে পিছিয়ে পরে বাংলাদেশ। যদিও দ্বিতীয়ার্ধে রাকিব হোসেনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। তবে কার্যত এশিয়ান বাছাইয়ের আশা শেষ হয়ে গেল। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংয়ে বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। হংকংয়ের দর্শকরা গ্যালারি মাতিয়ে রেখেছেন শুরু থেকে। প্রথম দেখায় মনে হবে লাল সমুদ্র। কাই টাক স্পোর্টস পার্কের প্রায় ৫০ হাজার দর্শকের সামনে বাংলাদেশ অবশ্য খেলেছে পাল্লা দিয়ে। লড়াই জমিয়ে তুলেও প্রথম গোল হজম করে বাংলাদেশ। ৩৪ মিনিটে নিজেদের ডি-বক্সে হংকংয়ের ফুটবলারকে ফাউল করেন তারিক কাজী। রেফারি সরাসরি লাল দেখান তারিককে। যদিও দেখা যায়, মাঠের ঘাসে পা পিছলে নিয়ন্ত্রণ হারান তারিক। সফল স্পট কিকে...