ঝড়-বাদল জলোচ্ছ্বাস ও বন্যার মতো দুর্যোগপ্রবণ এই দেশে সবার জন্য আগাম আবহাওয়া সতর্কতা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। দুঃখের সঙ্গেই বলতে হয় এক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। বৃষ্টির পূর্বাভাস পেয়ে দেখা যায় খটখটে রোদ। তারপরও অনেক ক্ষেত্রেই সাপ্তাহিক পূর্বাভাস বার্তা মানুষের কাজে লাগে। বিশেষ করে কৃষক ও জেলেদের। যারা দূর সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্যে ঘূর্ণিঝড়ের আগাম বার্তা খুব দরকারি। অন্যদিকে কৃষকের কৃষিকাজের জন্যে এ ধরনের বার্তা হয়ে থাকে বিশেষ গুরুত্বপূর্ণ। অন্যদিকে এটি আবার দেশের অর্থনীতির সঙ্গে পরোক্ষভাবে সম্পর্কিত। এটা ঠিক যে, একটা সময় ছিল আকাশের রং, বাতাসের গতি আর পাখির ডাক শুনে ও দেখে বৃষ্টি আসবে কিনা তা বুঝে যেতেন চাষিরা। কিন্তু সময় বদলেছে, বদলেছে প্রকৃতিও। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন আবহাওয়া অস্বাভাবিক আচরণ করছে। তাই চাষিদের জন্য নির্ভরযোগ্য আবহাওয়ার...