দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-বিরামপুর-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. শিবলী সাদিকের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আয়ের উৎস বহির্ভূত প্রায় ৮ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করা হয়। দুদকের উপসহকারী পরিচালক মো. আলম মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।আরো পড়ুন:বিএনপি নেতার জামিন নামঞ্জুর, আইনজীবীর উপর হামলার চেষ্টাধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী, বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার বিএনপি নেতার জামিন নামঞ্জুর, আইনজীবীর উপর হামলার চেষ্টা ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী, বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার দিনাজপুর দুদকের উপপরিচালক আতাউর রহমান বলেন, প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে, সাবেক এমপি শিবলী সাদিক বৈধ আয়ের উৎস ছাড়াই বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। যথাযথ তদন্ত, নথিপত্র যাচাই ও কমিশনের অনুমোদনক্রমে...