চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টল সংসদ নির্বাচন হচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর। অপেক্ষা ঘুচিয়ে শিক্ষার্থীরা সরাসরি ভোটে তাদের প্রতিনিধি নির্বাচনে করবেন। বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এই নির্বাচনে ভোটার মোট ২৭ হাজার ৫১৬ জন; তাদের মধ্যে ১১ হাজার ৩২৯ জন ছাত্রী। ক্যাম্পাসের আইটি ভবন, নতুন কলা ভবন, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও বাণিজ্য (বিবিএ) অনুষদ ভবনে ভোট দিতে পারবেন তারা। এছাড়া চাকসু ভবনের দ্বিতীয় তলায় দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য আলাদা ভোট কেন্দ্র করা হয়েছে। এ কেন্দ্রে শুধু দৃষ্টিহীন শিক্ষার্থীরা দুই নির্বাচন কমিশনারের তত্বাবধানের তাদের পছন্দের প্রতিনিধি মনোনয়নে ভোট দেবেন। পাঁচটি ভবনের ৬০টি কক্ষে প্রায় ৭০০টি বুথ করা হয়েছে শিক্ষাথীদের ভোট গ্রহণের জন্য। নির্বাচন কমিশন জানিয়েছে, ওএমআর ব্যালট শিটে শিক্ষার্থীরা ভোট দেবেন। চাকসুতে থাকছে...