হেনলি পাসপোর্ট ইনডেক্স চালু হওয়ার পর প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী শীর্ষ ১০ পাসপোর্টের তালিকায় নেই যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে শীর্ষে থাকা আমেরিকান পাসপোর্ট এখন নেমে এসেছে ১২তম স্থানে। একই স্থানে রয়েছে এশিয়ার দেশ মালয়েশিয়ার পাসপোর্টও। বর্তমানে আমেরিকান পাসপোর্টধারীরা ২২৭টি গন্তব্যের মধ্যে মাত্র ১৮০টিতে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। অন্যদিকে, শক্তিশালী পাসপোর্টের সূচকে এশিয়ার শীর্ষ তিন দেশ সিঙ্গাপুর (১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশ), দক্ষিণ কোরিয়া (১৯০) এবং জাপান (১৮৯) স্থান করে নিয়েছে। এই সূচকটি আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। সংস্থাটি কতগুলো দেশে তারা ভিসা ছাড়া প্রবেশের অনুমতি দেয় তার ভিত্তিতে এই প্রতিটি দেশের পাসপোর্টের র্যাংকিং করে থাকে। মার্কিন পাসপোর্টের এই পতন, বিশেষ করে ১০ম স্থান থেকে ১২তম স্থানে নামার পেছনে অন্যতম কারণ হিসেবে প্রবেশাধিকার পরিবর্তনের একাধিক ঘটনার...