১৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পিএম বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলের সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, “বিএনপি সরকার ক্ষমতায় এলে আমরা একটি স্বাধীন, সৃজনশীল ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তুলব। ফলে শিক্ষার্থীরা বাংলাদেশের সঠিক ইতিহাস পড়তে ও জানতে পারবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু মোহাম্মদ নাহিদের সভাপতিত্বে জেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, যুবদলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান তুহিন, যুগ্ম-আহ্বায়ক মাসুদ পারভেজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ছাত্রদলের জেলা সভাপতি আব্দুল খালেক শুভসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য...