এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।আরো পড়ুন:জাপার কর্মী সমাবেশ পণ্ড, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি জিএম কাদেরের জাপার কর্মী সমাবেশ পণ্ড, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি জিএম কাদেরের জিএম কাদের বলেন, “জাতি হিসেবে শিক্ষকদের প্রতি আমাদের যথাযথ মর্যাদা ও সন্মান জানানো উচিত। জীবন ধারণের জন্য ন্যুনতম সম্মানি না দিয়ে শুধু শুধু সন্মান জানানোর ব্যাপারটা আরো বেশি অসম্মানজনক।” তিনি বলেন, “এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবিগুলো শুধু যৌক্তিকই না, মানবিকও বটে। আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ৩টি দাবি হলো, মূল বাড়ি ভাড়া ২০ শতাংশ (৩ হাজার টাকা), চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ করা। এটা বলার অপেক্ষা...