নিজস্ব প্রতিবেদক:যশোরের শার্শা উপজেলার নাভারন সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান পরিচালনা করা হয়েছে। নিম্নমানের চাউল সংরক্ষণ এবং ধান ক্রয়ের হিসাব-গণনার অসঙ্গতি শনাক্ত হওয়ায় অভিযানটি করা হয়েছে। এ কারণে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবালুর রহমানকে কাগজপত্রসহ যশোর দুদক অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শার্শা উপজেলার ১৭টি রাইস মিল থেকে ১২,৬১৬ মেট্রিক টন চাউল ক্রয় করা হয়েছে এবং জামসেদ ইকবালুর রহমান প্রতি কেজি চাউল থেকে ৬০ পয়সা কমিশন গ্রহণ করেছেন। এছাড়া ধান ক্রয়কৃত ১,০৫৬ মেট্রিক টন থেকেও...