সিলেট বৈষম্য-বঞ্চনার শিকার- এমন অভিযোগে সিলেটে যখন আন্দোলন-আলটিমেটাম চলছে এমন সময়ে আরেক দু:সংবাদ ছড়িয়ে পড়েছে। সুরমার উপর স্বপ্নের ঝুলন্ত ব্রিজ হচ্ছে না। নতুন পরিকল্পনা হচ্ছে মেয়াদোত্তীর্ণ কীন ব্রিজ ঘিরে। এতে সিলেটের সর্বস্তরে ক্ষোভের সঞ্চার হয়েছে। এক সময় কীন ব্রিজই ছিল সুরমা পারাপার তথা যোগাযোগের প্রাণ। এখন বয়সের ভারে ন্যুব্জ। ভারি যান চলাচলের অযোগ্য এক স্মৃতিস্মারক। দীর্ঘদিন ধরে সিলেটবাসী স্বপ্ন দেখছিলেন কীন ব্রিজের পাশে একটি ঝুলন্ত সেতু নির্মাণে; যা হবে আধুনিক সৌন্দর্যের প্রতীক। এটা নগরীর যানজট কমাবে, আর সিলেটের পর্যটনে যোগ করবে নতুন মাত্রা। কিন্তু সেই স্বপ্নও শেষ পর্যন্ত হার মানল প্রশাসনিক অজুহাতের কাছে। বিদেশি সংস্থা ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)’ ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়ে সেতুটি নির্মাণে সম্মতি দিলেও, ‘অ্যাপ্রোচ সড়কের জায়গা নেই’ এই যুক্তিতে প্রকল্পটি বাতিল করে দিয়েছে...