কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় তিন তিনটি সাধারণ নির্বাচনে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। এখন জনগণ ফ্যাসিস্ট মুক্ত হয়ে প্রথম চায় গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে। কারণ এই দেশের মালিক জনগণ। আর জনগণের ভোটের অধিকার প্রয়োগ করে জনগণ তাদের পছন্দের মানুষকে নির্বাচিত করবে দেশ পরিচালনা করার জন্য। এটাই হচ্ছে সকল মানুষের আশা এবং আকাঙ্খা। আর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচনের কোন বিকল্প নেই। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার (নারায়ণগঞ্জ-৩ আসন) ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী পথসভায় গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।...