ভুয়া তথ্য দিয়ে জুলাইযোদ্ধা হিসেবে সরকারি তালিকায় নাম দিয়েছেন- এমন অভিযোগ করে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন করার অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। আজ মঙ্গলবার ঢাকা মহানগর মেট্রোপলিটন ম্যাজিষ্টেট আরিফুল ইসলাম মামলার বাদী সাবিনা ইয়াসমিনের জবানবন্দি গ্রহণ করে আগামী ১১ নভেম্বরের মধ্যে সিআইডিকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাগর, মেহেদী হাসান প্রিন্স, আফজালুর রহমান সায়েম, সাইদুর রহমান শাহিদ, ফাতেমা আফরিন পায়েল, রেজা তানভীর, আলিফ, জাহিদ, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তি, সোনিয়া আক্তার লুবনা, শামীম রেজা খান ও রাকিন। বাদি তার অভিযোগে বলেন, তার স্বামী ও সন্তানরা গত ১৯ জুলাই চিটাগং রোড এলাকায়...