এতদিন বোলাররা যে দায়িত্ব নিয়েছিলেন, আফগানিস্তানের বিপক্ষে লজ্জা এড়ানোর ম্যাচে সেটি করতে পারছেন না তারা। তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানদের ছাড়া খেলতে নেমে আফগানদের ব্যাটারদের যেন কোনো চ্যালেঞ্জই জানাতে পারছে না বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ছুটছে আফগানিস্তান। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের শাসন করেন আফগান ব্যাটাররা। হাসান মাহমুদ-নাহিদ রানারা কোনো প্রতিরোধই গড়তে পারেননি। তাদের আক্ষেপ বাড়িয়ে কোনো উইকেট না হারিয়েই পাওয়ার-প্লে শেষ করে আফগানরা। বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন স্পিনার তানভীর আহমেদ। ম্যাচের ১৭ ওভারে হাফসেঞ্চুরির কাছে থাকা রহমানুল্লাহ গুরবাজকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। ফেরার আগে ৪৪ বলে ৪২ রান করেন গুরবাজ। দ্বিতীয় সাফল্যের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে আরও ১৬ ওভার। ৩১ ওভারে তিন নম্বরে নামা সেদিকুল্লাহ অটলকে ফিরতি ক্যাচে...