টোকিওতে জাপানের বিপক্ষে ৩-২ গোলে হারের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি প্রচন্ড হতাশা প্রকাশ করেছেন। আনচেলত্তির বিশ্লেষণে, দ্বিতীয়ার্ধের শুরুতেই জাপানের প্রথম গোল ব্রাজিলকে মানসিকভাবে নড়িয়ে দিয়েছিল, যেখান থেকে দল আর ঘুরে দাঁড়াতে পারেনি। 'সব ঠিক নেই, না। যখন দল হারে, আমরা সবাই হতাশ হই—এটা স্বাভাবিক। আমি হার পছন্দ করি না, খেলোয়াড়রাও না। আমাদের এই পরাজয় থেকে শিখতে হবে, যেমনটা ফুটবলে সবসময় হয়,' বলেন ইতালীয় কোচ। তিনি যোগ করেন, 'আমার মনে হয় ম্যাচে ফাব্রিসিওর ভুলটা (প্রথম গোলের সময়) হওয়ার আগে পর্যন্ত আমরা ভালো নিয়ন্ত্রণে ছিলাম। কিন্তু এরপর কী ঘটেছে, সেটা খুব পরিষ্কার—দলটি মানসিকভাবে ভেঙে পড়ে। সেটাই ছিল সবচেয়ে বড় ভুল। আমি বলব না যে দ্বিতীয়ার্ধে আমরা খেলতে পারিনি, বরং প্রথম ভুলের পর মানসিকতা হারানোই আসল ক্ষতি।”এই ধরনের ব্যক্তিগত ভুল কোনো খেলোয়াড়ের...